ভারতে ব্রিটিশ শাসনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব

Show Important Question


101) কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
A) 1780 সালে
B) 1781 সালে
C) 1782 সালে
D) 1784 সালে

102) মহারাষ্ট্র সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ?
A) জিভি যোশী
B) সাভারকর
C) জ্যোতিবা ফুলে
D) আত্মারাম পাণ্ডুরাং

103) হিন্দু কলেজের বর্তমান নাম কি ?
A) বেথুন কলেজ
B) ব্রেবোর্ন কলেজ
C) সুরেন্দ্রনাথ কলেজ
D) প্রেসিডেন্সি কলেজ

104) বিবেকানন্দকে স্বামীজী উপাধি দেন কে ?
A) অজিত সিং
B) গান্ধীজী
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) রামকৃষ্ণ দেব

105) আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন ?
A) আব্দুল কালাম আজাদ
B) মহম্মদ আলি জিন্নাহ
C) দাদাভাই নৌরজি
D) সৈয়দ আহমেদ খান

106) বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে ?
A) মদনমোহন মালব্য
B) অ্যানি বেসান্ত
C) লালা হংসরাজ
D) দয়ানন্দ সরস্বতী

107) ব্রাহ্মসমাজের মূল কথা কি ছিল :
A) ত্যাগ
B) কঠোর পরিশ্রম
C) একেশ্বরবাদ
D) মোহমুক্তি

108) আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
A) দয়ানন্দ সরস্বতী
B) পণ্ডিতা রমাবাঈ
C) অ্যানি বেসান্ত
D) বিনোবা ভাবে

109) মুসলিম সম্প্রদায়কে প্রথম পাশ্চাত্য শিক্ষা গ্রহণে কে উদ্বুদ্ধ করেন ?
A) থিওডোর বেক
B) সৈয়দ আহমেদ খান
C) ফজলুল হক
D) মহম্মদ আলি জিন্না

110) কে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন---
A) রাধা কান্ত রায়
B) রাজা রামমোহন রায়
C) স্বামী আস্থা নন্দ
D) স্বামী বিবেকানন্দ

111) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
A) ওয়ারেন হেস্টিংস
B) লর্ড হেস্টিংস
C) লর্ড ক্যানিং
D) কোনোটিই নয়

112) In which Act yearly Rs.1 lakh was allotted for the education of Indians ? / কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয় ?
A) 1813 Charter Renewal Act/ 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
B) 1773 Regulating Act/ 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
C) 1784 Pitt’s India Act/ 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
D) 1833 Charter Renewal Act/ 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

113) Through which Educational Report Calcutta University came into existence? / কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
A) Macaulay’s Minute/ মেকলে মিনিট
B) Hunter Commission/ হান্টার কমিশন
C) Charter Act/ চার্টার অ্যাক্ট
D) Wood’s Despatch/ উডস ডেসপ্যাচ

114) The custom of ‘Sati’ was banned through legislation in the year / ‘সতী‘ প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল—
A) 1795/ 1795
B) 1800/ 1800
C) 1829/ 1829
D) 1858/ 1858

115) Who founded the Anglo-Vedic college / কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
A) Dayanand Saraswati/ দয়ানন্দ সরস্বতী
B) Lala Hansraj/ লালা হংসরাজ
C) Atmaram Pandurang/ আত্মারাম পান্ডুরঙ্গ
D) Mahadev Govind Ranade/ মহাদেব গোবিন্দ রানাডে

116) Who was the founder of the Jamia Millia Islamia ? / জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
A) Dr. Zakir Hussain/ ডঃ জাকির হোসেন
B) Muhammad Ali/ মহম্মদ আলি
C) Saukat Ali/ সৌকত আলি
D) Agha Khan/ আগা খাঁ

117) In which year was the widow-remarriage Act passed ? / কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
A) 1829/ 1829
B) 1833/ 1833
C) 1856/ 1856
D) 1890/ 1890

118) Who was the first secretary of the Brahmo Sabha? / ব্রম্ভসভার প্রথম সচিব কে ছিলেন ?
A) Chandrasekhar Deb/ চন্দ্রশেখর দেব
B) Tarachand Chakraborti/ তারাচাঁদ চক্রবর্তী
C) Prasanna Tagore/ প্রসন্নকুমার ঠাকুর
D) Dwarakanath Tagore/ দ্বারকানাথ ঠাকুর

119) কলকাতার মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ?
A) লর্ড কর্নওয়ালিস
B) ওয়ারেন হেস্টিংস
C) রাজা রাধাকান্ত দেব
D) রাজা রামমোহন রায়

120) কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল--
A) 1805
B) 1905
C) 1718
D) 1817